উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে:
নড়াইলে রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে লকডাউন উপলক্ষে শ্রমিক ইউনিয়নসহ সদর হাসপাতালের রোগীদের দুপুরের খাবার বিতরণ করেন, জেলা প্রশাসক মো:হাবিবুর রহমান ও নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) । (২৪ জুন) বৃহশপ্রতিবার রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের আয়োজনে দুপুর ১:৪৫ ঘটিকার সময় নড়াইল বাস শ্রমিক ও রেন্টেকার শ্রমিক সহ নড়াইল সদর হাসপাতালের রোগীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটির সভাপতিসহ সকল সদস্যগণ প্রমূখ। নড়াইল বাস মালিক সমিতির সভাপতি সহ অন্যান্য শ্রমিকগণ, রেন্টেকার ড্রাইভার, নড়াইল সদর হাসপাতালে তত্তাবধায়ক সহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।এদিকে,রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের পক্ষথেকে নড়াইলে কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই রেড ক্রিসেন্টের সদস্যগণ নড়াইল চৌরাস্তা, পুরাতন বাস টার্মিনাল, সদর হাসপাতাল, মুচিপোল, হাতির বাগন নামক নতুন বাস স্টান্ড সহ নতুন বাস টার্মিনালে শর্মিকদের মাঝে রান্না করা খাবার বিতারণ করা হয়।খাবার বিতারণ কালে নেতাগণ জানান,রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের সদস্যগণদের সব সময় চোঁখে পড়ার মত কাজ করতে দেখা যায়,অসহায় রোগীদের রক্ত, ঔষুধ,করোনা কালীন সময়ে সকাল থেকে রাত পর্যন্ত জনসাধারণ কে সচেতন করতে ব্যস্ত সময় পার করেছে বলেও জনান। উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে।
Posted ১১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১