এনামুল কবির সবুজ যশোর প্রতিনিধি :
এনামুল কবির সবুজ (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী করোনাকালীন সংক্ষিপ্ত পরিসরে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা ও তরুণ সমাজসেবক জসিম উদ্দীন, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, যশোর জেলা জাতীয় যুব শ্রমিকলীগের সহ-সভাপতি আসাদ গাজী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওঃ খলিলুর রহমান।
Posted ১০:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৩ জুন ২০২১