মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদাহ
মুজিব শতবর্ষ উপলক্ষে মহেশপুরে ১০০ কৃষকের পারিবারিক পুষ্টি বাগান স্থাপন
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ : মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর কৃষি অফিস চত্বরে ২২টি পরিবারের হাতে বীজ, নেট, সার ও বিভিন্ন ফলদ গাছের চারা দিয়ে উদ্বোধন করেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন।এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা উপপরিচালক আজগর আলী,মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমুখ।এসময় অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন বলেন মানুষের পুষ্ঠি চাহিদা মেটাতে সরকার মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের অনাবাদি পতিতজমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির উদ্দোগ নিয়েছে। তারই ধারাবাহিক মহেশপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০০টি করে বসতবাড়ীতে পুষ্টি বাগান স্থাপন করা হচ্ছে।
Posted ৯:৫২ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১