বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’র জাতীয় নির্বাহী সদস্য এবং পাবনা ডায়াবেটিক সমিতি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম আজ সকাল সাড়ে ১০টায় চাটমোহর ডায়াবেটিক সমিতি’র নির্মাণাধীন কার্যালয় ও স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সকলের উপস্থিতিতে নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি আগামীতে চাটমোহর ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিচালনায় তাঁর সম্ভব সর্বপ্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস পুর্নব্যক্ত করেন।
এ সময় চাটমোহর ডায়াবেটিক সমিতি’র প্রতিষ্ঠাতা আহবায়ক ও চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর হামিদ মাস্টার, আজীবন সদস্য যথাক্রমে বিএমএ পাবনা শাখার সাবেক সভাপতি ডা. মো. গোলজার হোসেন, বিলুপ্ত বৃহত্তর চাটমোহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ডা. এম. এ. মজিদ, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের সভাপতি অধ্যক্ষ এম. এ. মতিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, এলডিও’র নির্বাহী পরিচালক নূরে আলম মঞ্জু উপস্থিত ছিলেন।
Posted ১১:২৬ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১