রবিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

চাঁপাইনবাবগঞ্জে হেলমেট পরিহিত চালক বাইক নিয়ে ছিনতাই করেই চম্পট

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে হেলমেট পরিহিত চালক বাইক নিয়ে ছিনতাই করেই চম্পট

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর, টিকরামপুর ও মহানন্দা নদীর পাশের রাস্তাগুলোতে, সিএনবি মোড়ে ও এর আশপাশের আম বাগানগুলোতে বাইকে ছিনতাইকারি তৎপর হয়ে উঠেছে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতিতে আপনার পাশে এসে হেলমেট পরিহিত চালক বাইক নিয়ে ছিনতাই করেই চম্পট দেয়। আর এভাবেই চোখের পলকে টাকা, মোবাইল, মানিব্যাগ ছিনতাই হয়ে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার মহানন্দা নদীর পাড় ঘেঁষে চলে গেছে রেহাইচর, টিকরামপুর সড়ক। ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি পার হয়ে সাবেক আতাউর চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তাটির একদিকে আম বাগান ও একদিকে নদী।

ভোররাত থেকে এ রাস্তাটি দিয়ে বহ কাঁচামাল ব্যবসায়ি মাল নিয়ে পুরাতন বাজার আসে। আবার মাল বিক্রি করে ৮টা ৯টা নাগাদ এই রাস্তা দিয়ে বাড়ি ফিরে যায়। কিছু বারঘরিয়া চামাগ্রাম থেকেও আসে।

এমনই অবস্থায় কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সিঁড়ি সংলগ্ন মসজিদের রাস্তায় হেলমেট পরিহিত ১ ব্যক্তি বাইক থামিয়ে কি আছে দেখি বলে পকেট থেকে জোর করে সব টাকা ছিনিয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। কাঁচা পণ্য বিক্রি করে সাড়ে ৪ হাজার টাকা পেয়েছিলেন ঐ কৃষক। সে টাকাই নিয়ে গেল বাইক আরোহী হেলমেট পরিহিত ছিনতাইকারি।

অত্র এলাকার বালু ব্যবসায়ি মোহাম্মদ বকুল ছিনতাই হওয়ার বিষয় টি নিশ্চিত করেছেন। আরেক ঘটনায় বাইক থামিয়ে এক নারীর মোবাইল ফোন কেড়ে নেয়। ঝামেলা এড়াতে ঐ নারী থানায় অভিযোগ করেনি। এমন ছোট খাট ঘটনা ঘটেছে বলে এলাকার বেশকিছু স্থানীয় বাসিন্দা জানিয়েছেন।

এদিকে সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মো. মিন্টু রহমানকে ঐ এলাকায় ছিনতাই এর বিষয়ে জানালে কেউ অভিযোগ করেন নি বলে জানান তিনি।

তবে ওসি তদন্ত মিন্টু রহমান আরও জানান, মহানন্দা নদীর আশপাশের সড়কে টহল জোরদার করা হবে। এ ছাড়াও তিনি এলাকার মানুষকে সজাগ ও সচেতন হতে জোর আহবান জানান। তবে নিয়মিত টহল জোরদার করতে এলাকাবাসী পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার মতামত দিন

Posted ৯:১৬ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com