ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রোববার জয়ী ঘোষণা করা হয়েছে কট্টরপন্থী বলে পরিচিত ইব্রাহিম রাইসিকে। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট তাঁদের অনলাইনের এক প্রতিবেদনে বলেছে, ইরানের এবারের নির্বাচন প্রতিযোগিতামূলক ছিল না।
বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি দুই মেয়াদের নেতৃত্বে সংস্কারবাদী ও মধ্যপন্থীরা গণতন্ত্রের পথে কিছুটা এগোলেও ধর্মীয় নেতৃত্ব ও তাঁদের মিত্র নিরাপত্তা বাহিনী ক্ষমতা আরও পোক্ত করেছে।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১