সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহদত হোসেন (টুটুল) :: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২।
রবিবার (২০ জুন) র্যাব-১২এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যাব-১২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ টু বগুড়া মহাসড়কের পার্শ্বে ‘মা-বাবার দোয়া’ হোটেলের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯০(একশত নব্বই) গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলেন নওগাঁ জেলার পোরশা থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (৪২)। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২০ জুন ২০২১