মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে দুর্ঘটনা এড়াতে আত্রাই নব নির্মিত সেতুর উত্তর পাশে গোল চত্তরের দাবীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ই জুন) সকাল সাড়ে ১০ টার সময় আহসানগঞ্জ স্টেশন চত্ত্বর আমতলীতে, আত্রাই সর্ব স্তরের জনগণের আয়োজনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জ্বলের সভাপতিত্বে
নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই নদীর উপর আত্রাই সেতুর উত্তর পাশে দুর্ঘটনা এড়ানোর জন্য আত্রাই সর্ব স্তরের জনসাধারণের স্বার্থে গোল চত্তর তৈরির দাবীতে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আবু উজ্জ্বল,মানিক এবং মহতাব তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,করোনা ভাইরাসের এই ক্রান্তি সময়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি।শুধু গোল চত্তরের দাবীতে। জাইকার অর্থায়নে,মিরআক্তার হুসাইন কোঃ লিঃ এর তত্বাবধানে
আত্রাই নদীর উপর নব নির্মিত আত্রাই সেতু দুই পাশের কোন স্থানে গোল চত্তর না করায় করোনায় যত লোক মারা যাবে তার চাইতে গোল চত্তর না থাকলে দুর্ঘটনায় মারা যাবে তার চাইতে বেশি মানুষ।তাই আত্রাই বাসির স্বার্থে আত্রাই সেতুর উত্তর পাশে গোল চত্তর তৈরির দাবি জানায়।
পথসভায় উপস্থিত আরো ছিলেন,মো.ইউনুস আলী আকন্দ,মো.সানোয়ার হোসেন,মিঠু,সহ আত্রাইয়ের সর্ব স্তরের জনসাধারণ।
Posted ৩:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুন ২০২১