ভারত থেকে সংবাদ কর্মী মনোয়ার হোসেন::-
আজ সকালে, ১১, টার সময় কলকাতা হাইকোর্টে এর বিচারপতি শ্রী কৌশিক সেন এর ডিভিশন বেঞ্চ এ মমতা বন্দ্যোপাধ্যায় এর নন্দীগ্রাম নির্বাচন এ পুনরায় গননার রিট আবেদন এক সপ্তাহ পিছিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে রিট আবেদন কারী হলফনামা নিয়ে হাইকোর্ট উপস্তিত হয়ে জমা দিতে হবে বলে উল্লেখ করেন বিচারপতি শ্রী কৌশিক সেন এর ডিভিশন বেঞ্চ। এবং যায় বিরুদ্ধে কারচুপির অভিযোগ তাকে নোটিশ প্রদান করতে হবে। এবং নির্বাচন কমিশন কে রিট আবেদন এর কপি দিয়ে জানাতে হবে। এবং কি কি কারণে তার অভিযোগ নির্বাচন কমিশন বিরুদ্ধে তার পুরো ব্যাখ্যা দিতে হবে। কারণ ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম বোর্ড। এর বিরুদ্ধে কোন মামলা দায়ের করতে হলে তার পুরো ব্যাখ্যা দিতে হবে। আজ কলকাতা হাইকোর্টে রিট আবেদন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আবেদন করেন কলকাতা হাইকোর্টে এর আইনজীবী শ্রী এম এন মুখ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা হাইকোর্টে এর বিচারপতি শ্রী কৌশিক সেন ডিভিশন বেঞ্চ থেকে জানিয়ে দিয়েছেন সব পক্ষ কে পজিশন কপি দিয়ে জানাতে হবে। গত নির্বাচন নন্দীগ্রাম থেকে এন আই এ নিউজ ডেস্ক রিপোর্ট এর সূত্র ধরে জানিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধান সভা কেন্দ্র থেকে প্রায়, ১২০০,ভোটে, জয়ী হয়েছে। কিন্তু তার দুই ঘণ্টা পর ভারতের নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হয় নন্দীগ্রাম বিধান সভা কেন্দ্র থেকে তৃনমূল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পরাজিত করেছেন বিজেপি নেতা ও প্রাথী শ্রী শুভেন্দু অধিকারী। পরে মিডিয়ার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই হার নিয়ে তিনি হাইকোর্ট যাবেন ন্যায় বিচারের জন্য। আজ তার রিট আবেদন জমা দিতে হাইকোর্টের বিচারপতি শ্রী কৌশিক সেন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন এই শুনানি আগামী বৃস্হপতিবার শুনানি শুরু হবে। এবং তার আগে সব পক্ষ কে পিটিশন পাঠিয়ে দিতে হবে
Posted ৩:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুন ২০২১