শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

নড়াইলে হাঁসের সাথে নিষ্ঠুরতা!!

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে :

নড়াইলে হাঁসের সাথে নিষ্ঠুরতা!!

চোখের সামনেই দাপাতে দাপাতে নির্মম ভাবে মারা গেলো ২০০ হাঁস। মারা গেলো একটি স্বপ্ন ছিড়ে গেলো অজস্র সপ্নজাল। সসম্প্রতি নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ০৯ নং বাঐসোনা ইউনিয়নের, নলামারা গ্রামের মোঃ আব্দুল হান্নান মোল্যার পূএ তরুন উদ্যোক্তা মোঃ রায়হানের সপ্ন ভঙ্গের এক নির্মম ঘটনা ঘটে গেল। অন্যের কাছ থেকে ধার দেনা করে ৪০০ হাস কিনে শুরু করে তার সপ্নের যাএা। বাচ্চা আনার ঠিক পরের দিনেই মরতে শুরে বাচ্চা। হতাশ হয়ে সপ্নবাজ তরুন রায়হান ছুটতে থাকে কালিয়া উপজেলা পশু হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকের পরামর্শনুযায়ী চিকিৎসায় ও যাএায় বেঁচে যায় ২০০ হাঁস। বেঁচে যাওয়া হাঁসকে কেন্দ্র করেই সপ্ন বুনতে থাকে তরুন উদ্যোক্তা সপ্নবাজ রায়হান। কিন্তু সে সপ্ন আর পূরন হলোনা তার। গত ১৪ জুন, সোমবারে পূর্বের ন্যায় হাসঁ বাড়ির পাশে ডাকাতিয়ার বিলে খেতে যায়। ঐ বিলে অবৈধ উপায়ে পাখি ধরার নিমিওে বাঐসোনা গ্রামের কতিপয় দুর্বৃত্ত ধানের সঙ্গে বিষ মাখিয়ে জমিতে ছিটিয়ে রাখে।সেই বিষ মাখা ধান খেয়ে মারা যায় সপ্নবাজ তরুন উদ্যেক্তা রায়হানের ২০০ টি হাঁস। আহাজারি আর কান্নার রোলে পিনপতন নিরবতা এবং শোকের মাতাম বয়ে চলছে এক মাএ নতুন উদ্যোক্তা রায়হানের পরিবারে। এই নির্মমতার সঠিক বিচার না হলে ভেঙ্গে যাবে এরকম হাজারও রায়হানের স্বপ্ন। তাই প্রশাসনের নিকট এলাকাবাসি অভিযুক্ত ব্যাক্তিকে দ্রূত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে।

আপনার মতামত দিন

Posted ১:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com