হাজি জাহিদ, স্ট্যাফ রিপোর্টার :
হাজী জাহিদ, স্ট্যাফ রিপোর্টার : বিদায় নিলেন বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা, ৩৯ স্ত্রীর স্বামী ও ৯৪ সন্তানের পিতা বৃদ্ধ জিয়ংহাকা ওরফে জিয়ন। তিনি ভারতের মিজোরামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৬ বছর।
রোববার (১৩ জুন) রাতে আইজলের এক হাসপাতালে মারা যান তিনি। তার ৩৩ নাতি-নাতনিও রয়েছে। খবর পিটিআইয়ের।
জিয়নের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল উল্লেখ করে হাসপাতালের চিকিৎসক লালরিনথুয়াংগা জাহাউ বলেন, তিন দিন ধরে বাকতাওয়াং গ্রামে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
বাকতাওয়াং গ্রামে একটি চারতলা বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে থাকতেন জিয়ন। তার বাড়ি পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ২০১১ ও ২০১৩ সালে জনপ্রিয় পত্রিকা ‘রিপ্লে’জ বিলিভ ইট অর নট’-এ স্থান পেয়েছিল এ পরিবার।
জিয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা, রাজ্যের কংগ্রেস সভাপতি লাল থানহাওলা, জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালদুহোমা প্রমুখ।
মুখ্যমন্ত্রী টুইটে লেখেন— ‘বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা জিয়নকে বিদায় জানাচ্ছে মিজোরাম। শান্তিতে থাকুন।
Posted ২:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১