ভারত থেকে সংবাদ কর্মী মনোয়ার হোসেন::-
আজ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এর কোন্দামারির মোহনায় হলদী নদীতে ট্রলার নঙ্গর করতে গিয়ে, ১৩,জন, যাত্রী সহ উল্টে যায় ট্রলার। ঘটনার স্থলে মৃত্যু হয় শ্রী প্রদীপ কুমার জানা নামে এক মাঝির। সেই সঙ্গে তলিয়ে যায়, ১৩,জন, যাত্রী। ঘটনার স্থলে সাধারণ মানুষ ও মাঝিরা উদ্ধার করে, ৯,জন, যাত্রী কে বাকি যাত্রীদের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কাছে নামানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সদস্যদের। এবং স্থানীয় সাধারণ মানুষ ও মাঝিরা। ঘটনার স্থলে ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার স্থলে শোকের ছায়া নেমে আসে। তবে নদীতে জলের তোড় বেশি থাকায় উদ্ধার কাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে। নদীতে চলছে তল্লাশি
Posted ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুন ২০২১