শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

গঙ্গা নদীর ভাঙ্গন রোধে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন অধীর চৌধুরীর।

ভারত থেকে সংবাদ কর্মী মনোয়ার হোসেন::-

গঙ্গা নদীর ভাঙ্গন রোধে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন অধীর চৌধুরীর।

আজ ভারতের লোকসভার বিরোধী দলের নেতা ও পশ্চিম বাংলার বহরমপুর লোকসভার সংসদ সদস্য শ্রী অধীর চৌধুরীর দাবি গঙ্গা নদীর ভাঙ্গন বিলীন হতে চলেছে বহু ঘরবাড়ি সহ হাজার হাজার বিঘার সম্পত্তি। সেই সঙ্গে ভারতের ভৌগোলিক অবস্থান পাল্টে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তার দাবি মুরশিদাবাদের ও মালদহ জেলার অন্তর্গত বিভিন্ন স্থানে গঙ্গার ভাঙ্গন বিলুপ্ত হতে চলেছে হাজার হাজার বিঘার সম্পত্তি। মুর্শিদাবাদ ও মালদহ জেলার প্রায়, ৯৫,কি, মি জুড়ে নদীর ভাঙ্গন শুরু হয়েছে ভরা বর্ষায়। নদীর ভাঙ্গন রোধে কিছু কিছু ক্ষেত্রে বোল্ডার ও বালির বস্তা দিয়ে তৈরি করা নদীর পাড় তা নদীর স্রোতে ভেঙে চুরে এখানকার। অধীর চৌধুরীর দাবি এই নদীর ভাঙ্গন রোধে পাকা ভাবে রোধ না করলে এক সময় হয়তো মুর্শিদাবাদ ও মালদহ জেলার ভৌগোলিক মানচিত্র পাল্টে যেতে পারে ইতিহাস ও ভৌগোলিক মানচিত্র থেকে। তার দাবি সূদুর ভারতের গুজরাট ও উত্তরাখণ্ড রাজ্য থেকে প্রভাবিত হয়ে উত্তর প্রদেশের বিভিন্ন যায়গা হয়ে বিহার রাজ্যের থেকে পশ্চিম বাংলার বহরমপুর লোকসভার ও মালদহ জেলার অন্তর্গত বিভিন্ন যায়গায় ভাঙ্গন ধরিয়ে দিয়েছে। গঙ্গা নদীর পরিকল্পনা ও গঙ্গা নদীর ভাঙ্গন রোধে সবধরনের প্রচেষ্টা বাস্তবায়ন করতে এবং আর্থিক ভাবে সাহায্য করার জন্য অধীর চৌধুরীর সরকারি ভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

আপনার মতামত দিন

Posted ৭:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com