শুক্রবার | ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

বিকাশে পাওয়া বয়স্ক ভাতার টাকা ফেরত দিলেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র রুবেল ইসলাম

সিরাজুল ইসলাম,লালমনিরহাট।

বিকাশে পাওয়া বয়স্ক ভাতার টাকা ফেরত দিলেন  বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র রুবেল ইসলাম

বৃহস্পতিবার(১০জুন) রাত ৯টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ছড়ারপাড় এলাকার হতদরিদ্র জরিনা বেওয়ার বয়স্ক ভাতার টাকা ফেরত দিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিএসসি) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রুবেল ইসলাম।

বয়স্ক ভাতাভোগী জরিনা বেওয়ার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন সরকার ভাতার টাকা দেওয়ার জন্য যে মোবাইল অ্যাকাউন্ট নাম্বার জমা নিয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা না দিয়ে অন্য নাম্বারে টাকা দিয়েছে। উক্ত টাকা পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে গিয়ে কোন সমাধান পাইনি। অবশেষে যে নাম্বারে টাকা গেছে,সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি টাকা ফেরত দিতে স্বীকৃতি জানান, তিনি আরও বলেন টাকা ফেরত পাওয়ার পর আমার খুবই ভাল লাগছে, আমি ওনার জন্য সারাজীবন দোয়া করবো যাতে আল্লাহ তাঁকে ভাল রাখেন।
উল্লেখ্য জরিনা বেওয়ার বই নম্বর-১৮৮, আইডি নম্বর-০২৫২০০১৮৬৪৮

মুঠোফোনে রুবেল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি টাকাটা ফেরত দিতে পেরে খুবই আনন্দিত। বেশকিছু দিন ধরে অনেক চিন্তায় ছিলাম আজ একটু স্বস্তি পেলাম।

তিনি আরও বলেন এভাবে ভুলে যদি কারো ফোনে টাকা আসে, সবাই যাতে উক্ত টাকা ফেরত দেন।

আপনার মতামত দিন

Posted ৩:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com