সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

নরসিংদী ডিবি পুলিশের হাতে আন্তঃ জেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার

হাজ জাহিদ নরসিংদী থেকে::-

নরসিংদী ডিবি পুলিশের হাতে আন্তঃ জেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার

নরসিংদী জেলা শাখা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিঃ) মােহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), অফিসার ইনচার্জ, জেলা গােয়েন্দা শাখা, নরসিংদী এর নেতৃত্বে মঙ্গলবার ( ৮ ই জুন) এসআই (নিঃ) মোঃ সাদেকুর রহমান সঙ্গীয় এসআই (নিঃ) মাহমুদুল হাসান মারুফ , এএসআই (নিঃ) মােঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মােঃ মনিরুজ্জামান এবং সঙ্গীয় জেলা গােয়েন্দা শাখার ফোর্স অদ্য ০৮/০৬/২০২১ তারিখ রাত ০২.০০ ঘটিকায় নরসিংদী জেলার সদর থানাধীন শালিধা সাকিনস্থ মদনগঞ্জ রােডে আমানত শাহ নির্মানাধীন টেক্সটাইল এর উত্তর – পশ্চিম কোণে রাস্তার পাশে ১৬/১৭ জনের একদল ডাকাত সিএনজি নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে আসামী ১। বিজয় দেবনাথ (৪১) , পিতা মৃত – কৈলাশ দেবনাথ , সাং – বারারিয়া পাড়া, থানা – পলাশ, জেলা – নরসিংদী, ২। মােকলেছুর রহমান মুকুল ( ৫৫ ), পিতা মৃত- সালাম খান, সাং- দত্তের গাও ভিটিপাড়া , থানা- শিবপুর , জেলা – নরসিংদী, ৩। আকরাম ( ২১ ), পিতা নুরুল ইসলাম, সাং- চিন বালাপুর , থানা- মাধবদী, জেলা – নরসিংদী, ০৪। সঞ্জীত দাস ( ৩২ ), পিতা মৃত নিকুঞ্জ দাস , সাং – শ্রীঘর, থানা – নবীনগর , জেলা – ব্রাহ্মবাড়িয়া ০৫। রাসেল আহাম্মেদ রাজ ( ২৭ ), পিতা মৃত ভিকচাঁন মােল্লা, সাং- বাহের চর , থানা- রায়পুরা, জেলা- নরসিংদী ০৬। মােঃ আল আমিন ভুইয়া (১৯) , পিতা মােঃ মােস্তফা ভুইয়া, সাং – করিমপুর উত্তর পাড়া, থানা ও জেলা – নরসিংদী, ০৭। মােঃ আফজাল মিয়া ( ২৩ ) , পিতা মােঃ মনির হােসনে, সাং – করিমপুর মৌলভি বাড়ি, থানা ও জেলা – নরসিংদী ০৮। জুয়েল (২৪) পিতা মৃত – জসিম উদ্দিন, সাং- চরসুবুদ্দি মদাপথপাড়া, থানা- রায়পুরা, জেলা নরসিংদীদেরকে একটি সিএনজি অটোরিক্সা রেজিঃ নং – নরসিংদী থ – ১১-০৬০৩ সহ দেশীয় অস্ত্র শস্ত্র, ২ টি রামদা, ১ টি চা পাতি , ২ টি দা, ১ টি কাটার, ৩ টি ছােট – বড় ছােড়া, ১ টি ক্রু ড্রাইভার এবং রশি সহ গ্রেফতার করা হয় । ডিবি পুলিশের তাৎক্ষণিক অভিযানের ফলে ডাকাতির প্রস্তুতির সময় আসামীদের দেশীয় অস্ত্র শস্ত্র সহ গ্রেফতার করা সম্ভব হয়েছে । তাদের সহযােগী পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে । তারা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

ডাকাতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত দিন

Posted ১০:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com