ভারত থেকে সংবাদ কর্মী মনোয়ার ইমাম ::-
কলকাতার বুকে দিন দুপুরে পুলিশ এর সাথে দুস্কৃতিকারী মধ্যে গুলির লড়াই, মৃত্যু দুই। আজ কলকাতার নিউটনের কাছে পাঞ্জাব এর গ্যাঙ্স্টার সঙ্গে কলকাতা পুলিশের এস টি এফ এর সদস্যদের মধ্যে গুলির লড়াইয়ে প্রান হারায় দুই জন উগ্রপন্থী। ঘটনা স্হানে ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। এই গুলির লড়াইয়ে এস টি এফ এর এক সদস্য গুলি বৃদ্ধ হয়েছে। আজ সকালে পুলিশের কাছে খবর আসে পাঞ্জাব রাজ্যের দুই খালিস্তান পন্হী উগ্রবাদী নিউটন এলাকায় ঘা ঢাকা দিয়েছেন। সেই খবরের সূত্র ধরে ঘটনা স্হানে পৌঁছে যায় কলকাতা পুলিশের দক্ষ পুলিশ বাহিনীর সদস্যরা ও এস টি এফ এর জওয়ানরা। তারা তল্লাশি শুরু করলে একটি বাড়ির ভিতর থেকে পুলিশ কে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বেগতিক দেখে পাল্টা আক্রমণ ও গুলি ছুড়তে থাকে এস টি এফ এর জওয়ানরা। তাতে দুই খালিস্তান পন্হী উগ্রবাদী মৃত্যু হয়। সেই সঙ্গে একজন এস টি এফ জওয়ান গুলিবিদ্ধ হন। তার অবস্হা আশঙ্কা জনক। তবে কলকাতা যে উগ্রপন্থী দের আস্তানা হয়ে উঠেছে তা আবার প্রমাণ করে দিল বলে জানিয়েছেন বি জে পি দলের পক্ষ থেকে। তবে কলকাতা পুলিশের তৎপরতায় বড় ধরনের ঘটনা থেকে পশ্চিম বাংলার মানুষের বাচানো গেছে বলে জানিয়েছেন পশ্চিম বাংলা ও কলকাতা পুলিশের পক্ষ থেকে
Posted ৮:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুন ২০২১