হাজ জাহিদ নরসিংদী থেকে::-
নরসিংদী পলাশের ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোঃ শহীদুল ইসলাম জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তিনি করোনা কালীন সময় থেকে এপর্যন্ত গরীব জনগনকে অনেক খাদ্য সরবরাহ করে দিয়েছে নিজ ব্যক্তিগত উদ্যোগে নিজের ব্যক্তি খরছে যাহা এখনো চলমান। তিনি করোনা কালীন সময় থেকে মানুষকে সচেতন করে বিভিন্ন কর্মসুচী পালন করেন,কোরোনা থেকে সাবধান থাকার জন্য, হাত ধোঁয়া, মাক্স ব্যাবহার সেনিটেসন ব্যবস্থ,লিফটে বিতরন সহ অনেক কর্মসুচী পালন করেন,এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় জনগনের যেকোন সমস্যায় জাফিয়ে পরেন সাথে সাথে, গরীব অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী ছাড়াও বিয়ে শাদী,স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রদের লেখা পড়ার জন্য বই খাতা কলম,স্কুল পোশাক সহ জাবতীয় খরচ বহন করেন নিজ অর্থায়নে।এলাকায় মসজিদ, মাদ্রাসা সহ সামাজিক সকল কাজ কর্মে রয়েছে তাহার অতুলনীয় অবদান। তিনি বর্তমানে জনপ্রিয়তায় ৪ নং ওয়াডে শীর্ষ স্থানে রয়েছেন বলে এলাকাবাসী জানান, তিনি, নিঃসন্দেহে একজন ভালো মানুষ।সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, পরোপকারী সহজ সরল একজন ভালো মানুষ। তাই এলাবাসীর দাবী আসছে আসন্ন ঘোড়াশাল পৌরসভার নির্বাচনে আবারো বিপুল ভোটে বিজয় হবেন।কারন তাহার বিরুদ্ধে, দখল বাজী,চাঁদাবাজি, সন্ত্রাসী, কোন অভিযোগ নেই, সবারই কম বেশী দূর্নাম থাকে তাহার বিরুদ্ধে কোন দূর্নাম নেই।তিনি দিন রাত পরিশ্রম করে এলাকায় ব্যপক উন্নয়ন করছেন, রাস্তা ঘাট,ড্রেনেজ ব্যবস্থা,স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির এর ব্যপক উন্নয়ন করছেন যাহা বিগত জীবনে কোন কাউন্সিল করতে পারেনি। তাই এলাকার জনগন এর জোড় দাবি তিনিই যেন আগামীতে আবার কাউন্সিল হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে জনগণের পাশে থাকে।দলীয় লোকদের সাথে কথা বলে জানা যায় তিনি দলীয় ভাবেও একজন জনপ্রিয় ব্যাক্তি তাই দলের সকল স্তরের নেতা কর্মিরা তাকে ভালো বাসেন,তিনি স্থানীয় এম পি,উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র এর বিস্বস্ত হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।তাই তিনি দল মত নির্বিশেষে এলাকার এক জন জনপ্রিয় কাউন্সিল, সবার কাছে একজন ভালো জনপ্রিয় মানুষ।
Posted ১১:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১