ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জ :
ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে আমফল ইজারা না দিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। রোববার (০৬ জুন) সকালে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসের ভিতরে ৩টি আমের গাছে কোন আমফল নেই।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সমাজকর্মী মঈনউদ্দিন বলেন, গোসম্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমফল ইজারা না দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ পারভেজ ও কর্মচারীগণ আম পেড়ে খেয়ে নিচ্ছে এবং বিক্রি করছে। হএখানে সরকারের কোষাগারে টাকা না জমা হয়ে কর্মচারীদের পকেটে টাকা ঢুকছে।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মাসুদ পারভেজ এর নিকট তার দপ্তরে তথ্য নিতে গেলে তিনি অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের দোহাই দিয়ে বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন।তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।আর বেশী কথা বললে আইসিটি আইনে মামলা দিবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
Posted ৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১