সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

পটুয়াখালীতে কিশোর কিশোরী প্রেমিক-প্রেমিকা যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার…

হাজী জাহিদ ::-

পটুয়াখালীতে কিশোর কিশোরী প্রেমিক-প্রেমিকা যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার…

০৫ জুন-২০২১ইং পটুয়াখালীতে রেন্ট্রি গাছের একই ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে চলচ্ছিত্রকে হারমানিয়েছে প্রেমিক সোহেল হাওলাদার-১৯ ও প্রেমিকা নাসরিন (১৩)। এ ঘটনাটি ঘটেছে
পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামে।
আজ (৫ জুন) শনিবার সকাল ৭টায় সদর থানা পুলিশের এসআই ইব্রাহিম ঘটনাস্থল থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে একই বাড়ির মজিবর হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও হাবিব হাওলাদারের ১৩ বছরের কন্যা নাসরিন বেশ কিছুদিন ধরে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ ঘটনা উভয়ের অভিভাবকরা শুনে তাদের (সোহেল ও নাসরিন) সম্পর্ক মেনে নিতে রাজি না হওয়ায় বাড়ির লোকজনের চোখ ফাকি দিয়ে রাতে কোন এক সময় বাড়ির পাশে জব্বার মাওলানার বাগানের একটি রেন্ট্রি গাছের একটি ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে স্থানীয়রা দুইজনের দেহ ঝুলন্ত দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
ঘটনাস্থল থেকে একটি চিপস এর প্যাকেট ও একটি কোল্ড ড্রিংকস এর খালি বোতল জব্ধ করা হয়েছে বলে এসআই ইব্রাহিম জানান। স্থানীয় সূত্রে জানাগেছে প্রেমিক সোহেল এসএসসি পাশ করেছিল এবং প্রেমিকা নাসরিন ৮ম শ্রেনীর শিক্ষার্থী।

আপনার মতামত দিন

Posted ৬:৩৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com