আর জে মিজানুর রহমান, ময়মনসিং থেকে :
আর.জে মিজানুর রহমান ইমনঃ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের ছয় (৬) দিন পর অবশেষে টয়লেটের গর্ত থেকে, শাহিনুর আলম ইকবাল (২০) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে । জানা গেছে, আজ শনিবার (৫ জুন) বেলা ২টার দিকে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের মোতালেবের টয়লেটের গর্ত থেকে তারাকান্দা থানা পুলিশ ঐ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ।
উল্লেখ্য, শাহিনুর আলম ইকবাল পলাশকান্দা গ্রামের মুদি দোকানদার আব্দুর রউফের ছেলে । সে ময়মনসিংহ রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিল । গত (৩১শে-মে)সোমবার রাত ১০টার দিকে চা পানের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে শাহীন ইকবালের পাশের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আলী ও তার ছেলে রানাকে আটক করেছে পুলিশ । তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, লাশ ময়না তদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
Posted ১১:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১