মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ভারত সীমান্তবর্তী নেপা ইউনিয়নের “বাউলী” গ্রামে সাম্প্রতিক সময়ে ৬ জন কোভিড-১৯ পজেটিভ হওয়ার প্রেক্ষিতে শুক্রবার উপজেলা স্বাস্থ্য, প্রশাসন ও পুলিশ বিভাগের জরুরী ভিত্তিতে উক্ত গ্রাম পরিদর্শন।এসময়
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় জনস্বার্থে ওই গ্রামে ৬ টি বাড়ি লকডাউন করা হয়।এবং উপজেলা প্রশাসন ও গ্রাম পুলিশের মাধ্যমে লকডাউনকৃত বাড়িগুলোতে খাবার সরবরাহ করা সহ অন্যান্য মৌলিক নাগরিক সুবিধাসমুহ নিশ্চিত করা হয়।
এছাড়া এলাকায় সচেতনামূলক মাইকিং, মাস্ক বিতরন ও স্বাস্থ্য শিক্ষা ও কঠোরভাবে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এলাকায় কন্টাকট্রেসিং ও স্যাম্পল কালেকশনের কাজ চলছে।
সবাই মাস্ক পরুন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।
Posted ২:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুন ২০২১