হাজি জাহিদ, স্ট্যাফ রিপোর্টার :
২০২১-২২ অর্থ বছরের বাজেটকে “অধমর্ণের বাজেট” বললেন ড. আবদুল মঈন খান
নিজস্ব প্রতিবেদক, স্ট্যাফ রিপোর্টার : ২০২১-২২ অর্থ বছরের বাজেটের উপর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. আবদুল মঈন খান এবারের বাজেটকে “অধমর্ণের বাজেট” বলে অভিহিত করেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে এই আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে যা হলো একটি “অধমর্ণের বাজেট”।
মোট বাজেটের ৩৫.৫৬%, অর্থাৎ এক তৃতীয়াংশের বেশীই হল ঘাটতি যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে।
বিএনপি অতীতে এদেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বার বার বের করে আনার চেষ্টা করেছে আর আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বার বার বৈদেশিক নির্ভর করে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে।
এবারের বাজেট তারই চরম বহিপ্রকাশ।
Posted ১০:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১