হাজী জাহিদ ::-
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে নরসিংদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন
শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও আলেমদের মুক্তির দাবীতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করেছে।মানববন্ধনে বক্তারা বলেন- করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ।
লাগাতার ১৫ মাস ধরে স্কুল কলেজ ও মাদরাসা বন্ধ, মাঝখানে কিছুদিন দেশের কউমি মাদরাসা চালু থাকলেও গত এপ্রিল থেকে আবার বন্ধ হওয়ায় ছাত্ররা গেইমস ও নেশায় আসক্ত হয়ে পড়েছে , আলেম ওলামাদের নিঃশর্ত মুক্তি ও অহেতুক গ্রেফতারের নামে হয়রানী বন্ধ করতে হবে।দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে মানববন্ধনের আয়োজন করে দলটি।এতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা আব্দুল বারী সাহেব, সেক্রেটারি মুফতি কাউসার আহমেদ ও মাষ্টার বজলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা রাকিবুল হাসান, মাওলানা আশরাফ আলী, শ্রমিক নেতা মাসুদুর রহমান , ছাত্রনেতা জি এম মোবারক হোসেন , শেখ সাদী ও যুব নেতা মোঃ ইকরাম হোসাইন প্রমুখসহ শত শত নেতাকর্মী উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১