শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া ৩কোটি ৭০লক্ষ টাকা আদায়ে নানা কৌশল অবলম্বন

মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ

আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া ৩কোটি ৭০লক্ষ টাকা আদায়ে নানা কৌশল অবলম্বন

ফিরোজ হোসাইন, আত্রাই প্রতিনিধি:: প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত শ্লোগান বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে চলেছেন সংশ্লিষ্ট দফতর। ইতিমধ্যে নওগাঁর আত্রাই উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে ঘোষণা করা হয়েছে। শতভাগ বিদ্যুত সংযোগ পেয়ে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে বলে এলাকা বাসী দাবি করেন। করোনা মহামারির কারনে গ্রাহকের নিকট হতে বকেয়া আদায়ে নানা কৌশল অবলম্বন করতে হচ্ছে বিদ্যুত কর্তৃপক্ষকে। প্রাথমিক পর্যায়ে মাইকিং করে সতর্ক করা হলেও তেমন কাজে না আশায় একাধিকবার লিখিত ভাবে জানানো হয়। বিদ্যুত ব্যবহার করলে বিল পরিষোধ করতে হবে প্রধানমন্ত্রীর এমন ঘোষণা অনুযায়ী মিটারের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিভিন্ন মারফৎ তদবির শুনতে হচ্ছে বলে আত্রাই পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ জানান।

সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত সমিতি সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে ৬০ হাজার ৫০০ গ্রাহক রয়েছে। করোনা মহামারির জন্য লকডাউন থাকায় অফিস বন্ধসহ নানা কারণে আবাসিক, সরকারি অফিস, বিদ্যুতচালিত সেচ যন্ত্র, মিল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে গত তিন মাসে বিদ্যুত বিল বকেয়া পড়েছে ৩ কোটি ৫০ লাখ টাকা।

আত্রাই পল্লী বিদ্যুত এর সহকারী জেনারেল ম্যানেজার(এজিএম) ফিরোজ জামান বলেন, বিদ্যুত বিভাগকে সচল রাখতে অর্থের প্রয়োজন। যে সকল গ্রাহক গত ৩ মাস যাবৎ বিদ্যুত বিল পরিশোধ করেননি, তাদেরকে দেশের স্বার্থে দ্রুত বকেয়া পরিশোধে অনুরোধ জানানো হচ্ছে।

আপনার মতামত দিন

Posted ৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ০২ জুন ২০২১

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com