মো : সজল মিয়া :
মো : সজল বিশ্বাস : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর ঈদগা গোরস্থান সংলগ্ন সাতবাড়িয়া মোঃ মাহাবুল আলম লালন-পালন করেছেন একটি ষাঁড়। যার ভালবেসে নাম দেওয়া হয়েছে কালা মানিক যার উচ্চতা ৬ ফিট ৭ ইঞ্চি ও লম্বায় ৯ ফিট এমনকি ৫০ মন ওজনেরও অধিকারী এই ষাঁড়টি। তাই এটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে লোকজন। প্রায় তিন বছর ধরে লালনপালন করেছে এই ষাঁড়টিকে, এবং দেখা-শোনা করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ জনকে যারা এই ষাঁড়টিকে ২৪ ঘন্টা দেখা-শোনা করে। এবং টাইম মোতাবেক খাবার খাওয়ানো ও গোসল করানো হয়। খাবার খাওয়ানোর জন্য ২ বিঘা জমির উপরে লাগানো হয়েছে জব, বলে জানান এই ষাঁড়টির মালিক। তিনি আরো জানান আমার এই ষাঁড়টিকে সাধারণত, কাঁচা ঘাস, খড়, ভুট্টা,ছোলা,ধানের গুড়া,জব,ভুষি,কুমড়া, ভাত,কাঁঠল সহ ন্যাচারাল খাবার খাইয়ে থাকি, কোনো মোটা করার রাসায়নিক খাবার আমার গরুকে আমরা খাওয়ায়নি। আমার এই গরুকে দেখা শোনা করার জন্য আমি সকল সময় পাঁচ জনকে রেখেছি। তবে আমার গরুটা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ দেখতে আসে যা আমার অনেক ভালো লাগে এবং আমার গরু দেখে অনেকেই কেনার জন্য আসে এবং দাম বলে। মুলত আমার এই ষাঁড়টি যারা কেনার জন্য আসেন তারা আগে নিজে চোখে দেখে ভালো লাগলে কিনে নিয়ে যেতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ০১৮১৮-১৪৪৪৮৩ এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন।
Posted ৯:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ জুন ২০২১