মোঃ হোসেন আলী শাহ্ ফকির, ইসলামপুর থেকে :
মোঃ হোসেন আলী শাহ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ॥ কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসাবে ইসলামপুরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কর্মময় জীবন ও অমর কীর্তি শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১জুন) বিকালে পুরাতন মার্কায মসজিদ রোড উপজেলা বিএনপি’র দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েসের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাজিম হোসেন নোমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান বিশাল, ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসনাদ হোসেন সোহান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সয়ন হাসান নয়ন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের ইসলাম উদয়, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির খান, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা পাখি, সংগ্রামী দলের সভাপতি মিলন সরকার ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্রী মহাদেব মহন্ত প্রমুখ। এইসময় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলসহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাঈম মিয়া। অনুষ্ঠান শেষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুন ২০২১