রাজু আহমেদ রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে দেশীয় মদসহ মো. ছিদ্দিক সরদার (৫৫) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
তিনি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গফুর মোল্লা পাড়া গ্রামের মৃত বারেক সরদারের ছেলে।
শনিবার (২৯ মে) বিকালে অভিযান চালায় গোয়ালন্দ থানা পুলিশ।
এসময় মো. নিহাজ মোল্লা (৪৫) নামের
আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। সে উত্তর দৌলতদিয়া নতুন পাড়া ও উপজেলার নলডুবি গ্রামের মৃত বিনাত মোল্লার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে গোয়ালন্দ থানার এসআই দেওয়ান মো. শামীম ও সঙ্গীয় ফোর্স সহ শনিবার বিকেলে গোয়ালন্দ হতে দেশীয় মদ নিয়ে দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া কবরস্থানে পাশ দিয়ে রিক্সায় বহন করে যৌনপল্লীতে প্রবেশের সময় ১০০ লিটার দেশীয় মদ ও মদ বহন করা পায়ে চালিত রিক্সা সহ মো. ছিদ্দিক সরদার কে আটক করা হয়। সহযোগি মো. নিহাজ মোল্লা পালিয়ে গেছে।
তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই দেওয়ান মো. শামীম বলেন- আটককৃত মো. ছিদ্দিক সরদারের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিল উজ্জামান মহোদয় স্যারের নির্দেশে জিরো টলারেন্স নীতিতে মাদক নিয়ে কাজ করে যাচ্ছেন। যেখানেই মাদকের সন্ধান পাওয়া যাবে সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১