মোঃ রেজাউল করিম মৃধা নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় পাঁকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।আজ ৩১শে মে সোমবার সকাল ১০টায় বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন।
গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ১০ নম্বর ওয়ার্ডে ৬০ লাখ ২৮ হাজার ৬৫৪ টাকা ব্যয়ে কালিকাপুর খালেক কাউন্টার থেকে আতাউরের বাড়ী পর্যন্ত পর্যন্ত ১ দশমিক ৭০ কিলোমিটার সড়ক সংস্কারের কাজের উদ্বোধন করা হয়।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বনপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন ও নজরুল ইসলাম , ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহাদৎ হোসেন প্রামানিক , সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম শাহীন, তরিকুল ইসলাম সৈকত, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসসহ স্থাণীয় বিভিন্ন শ্রেণি পেশার জনগন প্রমুখ । কাজটি বাস্তবায়ন করবেন মেসার্স লাম-মীম কন্সট্রাকশন।*
মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি
৩১শে মে সোমবার ২০২১
মোবাইল-০১৭১৩-৭২৪৮৪৫
Posted ৯:৩৬ অপরাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১