রাজু আহমেদ, রাজবাড়ি থেকে :
রাজু আহমেদ রাজবাড়ী জেলা প্রতিনিধি :রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
৩০শে মে বিকালে গোয়ালন্দ থানা বিএনপি আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মিলাদ মাহফিল শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালিত হয়। এরপর দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার বিএনপি’র সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস ,
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপি’র যুগ্ন-আহবায়ক আব্দুল হালিম ফকির, তারেক বেপারী , পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ছাত্রদলের পক্ষ থেকে রেজাউল হাসান মিঠু, মুক্তার মাহমুদ, নুরুল ইসলাম, আব্দুল আজিজ সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় গোয়ালন্দ উপজেলার বিএনপি’র সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস বলেন কারাঅভ্যান্তরীন সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান
Posted ১০:০০ অপরাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১