মোঃ ইয়াসিন সাভার প্রতিনিধি ::-
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক(তদন্ত)জিয়াউল ইসলাম।
তিনি বলেন,শুক্রবার (২৮ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার সহ জড়িত ৬জনকে আটক করেছে।
উল্লেখ্য,মানিকগঞ্জ বোনের বাড়ি থেকে নিজ বাসস্থান নারায়ণগঞ্জের চাষাড়া ফেরার উদ্যেশ্যে টঙ্গীর স্টেশন রোড যাবেন বলে নবীনগর থেকে নিউ বাংলা পরিবহনের একটি বাসে উঠেছিলেন ধর্ষনের শিকার তরুণী। কৌশলে সকল যাত্রীকে নামিয়ে আশুলিয়া গরুর হাট নামক স্থানে চলন্ত বাসে ৬জন সঙ্ঘবদ্ধ হয়ে তরুণীকে গণধর্ষণ করে।
এরপর গাড়িচালক গাড়িটি ঘুরিয়ে সি এন্ড বি হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে পুলিশ।
ওই তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সে সময় বাসের চালক, তার সহকারীসহ (হেলপার) ছয় জনকে আটক করা হয়।
বর্তমানে তরুণীকে পুলিশ হেফাজতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
Posted ১২:২৫ অপরাহ্ণ | শনিবার, ২৯ মে ২০২১