শুক্রবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ঈশ্বরদীতে স্কাউট গ্রুপের উদ্যোগে নো মাস্ক নো সার্ভিস সচেতনতামুলক প্রচারণা ও র‌্যালী

মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে স্কাউট গ্রুপের উদ্যোগে নো মাস্ক নো সার্ভিস সচেতনতামুলক প্রচারণা ও র‌্যালী

ঈশ্বরদীর মানিকনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের উদ্যোগে “নো মাস্ক নো সার্ভিস” সচেতনতামুলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ই ডিসেম্বর ) সকালে স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ স্কাউটসের মানিকনগর উচ্চ বিদ্যালয়ের সদস্যরা জনসাধারণের মাঝে এ “নো মাস্ক নো সার্ভিস” সচেতনতামুলকন প্রচার প্রচারণা এবং মাস্ক বিতরণ করেন।

 

পরে সচেতনতা মুলক প্রচারণার অংশ হিসেবে

বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়ে বিদ্যালয়ের আশেপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

 

সচেতনতামূলক এ র‌্যালীতে অংশ নেন মানিকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলামের, মানিকনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াসিম উদ্দীন, সহকারী শিক্ষক আইয়ুব আলী মিন্টু, শামসুল ইসলাম, রায়হান উদ্দীন, শিউলি খাতুন, জিয়াউল ইসলাম, সুজন ইসলাম, মতিয়ার ইসলাম, রুবেল হোসেন, শিমুল হোসেন, বিদ্যালয়ের স্কাউটস গ্রুপের সকল সদস্য/সদস্যা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রবৃন্দ।

 

সচেতনতামূলক প্রচারনা ও র‌্যালীতে সার্বিক দিকনির্দেশনা দেন মানিকনগর উচ্চ বিদ্যালয়ের (স্কাউটস লিডার) সহকারী শিক্ষক রেজাউল করিম।

 

এ সচেতনতামূলক র‌্যালীর শুরুতেই বক্তারা করোনা থেকে নিজেদের সুরক্ষায় সকলকে মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান। এ সময় সরকারী নির্দেশনা অনুযায়ী মাস্ক ছাড়া কাউকে কোনো ধরনের সার্ভিস দেওয়া হবে না বলে উল্লেখ করেন বক্তারা।।

আপনার মতামত দিন

Posted ৫:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com