আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সামনে দিয়ে বয়ে যাওয়া ১ কিলোমিটার বাইপাস সড়কে সৌন্দয্য বর্ধনে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে। সড়কটি ফরিদপুর থেকে সালথা উপজেলা হয়ে পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলার মকসুদপুর বিশ্বরোড পর্যন্ত বাংলাদেশ সড়ক ও জনপথ এর অধিনে নির্মিত। সালথা সদর বাজার পাশে রেখে ১ কিলোমিটার বিকল্প সড়ক হিসাবে প্রায় ৭ একর জমি অধিগ্রহন করা হয়। এর মূল্য হিসাবে ৩৭ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এবং ১ কিলোমিটার সড়কটি বাস্তবায়নে সাড়ে ৩ কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এখনও সম্পর্ন হয়নি কাজটি। রবিবার সকালে সড়কও জনপথের অধিনে সালথা উপজেলা বন বিভাগের তত্বাবধায়নে বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা রোপন করা হয়। ১কিলোমিটার সড়কটির দুই পাশ দিয়ে। এ সময় উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, সালথা উপজেলার বন বিভাগের কর্মকর্তা মো. তোরাপ হোসেন, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
Posted ৭:২১ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০