সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

দৌলতপুরে চা বিক্রেতার হাতে এমপি‘র ভাই খুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে চা বিক্রেতার হাতে এমপি‘র ভাই খুন

ছবির ক্যাপশন: নিহত হাসিনুর রহমান

 

কুষ্টিয়ার-১ দৌলতপুর আসনের এমপি আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ আপন ফুপাতো ভাই হাসিনুর রহমান (৫৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ এ হত্যা কান্ডের সাথে জড়িত মজিবর বরাতি ও তার ভাতিজা সম্রাট বরাতিকে আটক করেছে।

শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। সেসময় জব্বার নামে তার মোটর সাইকেল ড্রাইভার আহত হন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে হাসিনুর প্রতিদিনের ন্যায় ইসলামপুর বটতলা মোড়ে  মজিবর বরাতির চায়ের দোকানে চা পান করে মোটর সাইকেলে উঠার সময় চা বিক্রেতা মজিবর বরাতি ধারালো হাসুয়া দিয়ে উপুর্যপুরি কুপিয়ে হাসিনুর কে আহত করে। এরপর দ্রæত তাকে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, হাসিনুর রহমান এমপির অবর্তমানে তার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এক বছর আগে মজিবরের ছেলে আনোয়ার খুন হয়। ছেলে খুনের বিচার না পাওয়ার ক্ষোভ থেকে সে এ হত্যাকান্ড ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনালের হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবং হত্যাকান্ডে জড়িত চা বিক্রেতা মজিবর বরাতি (৫৮) ও তার ভাতিজা সম্রাট বরাতি (২৫) কে আটক করা হয়েছে।

 

 

আপনার মতামত দিন

Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com