দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২১ আগষ্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে গ্রেনেড হামলা মামলা দ্রæত নিস্পত্তি ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, আওয়ামীলীগ নেতা টিপু নেওয়াজ, ছাদিকুজ্জামান সুমন, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল মাষ্টার সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা দ্রæত গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় দ্রæত কার্যকরের দাবী জানান। এরপর ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Posted ২:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০