বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে লঞ্চ বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক আছে।
“সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঝড়ো বাতাস বইছে। এই অবস্থায় লঞ্চ চলাচলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে লঞ্চ চলাচল শুরু হবে।”
-পান্না লাল নন্দী, সুপারভাইজার
পাটুরিয়া লঞ্চ ঘাট
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করে।
“ঝড়ো বাতাসের কারণে পদ্মা প্রবল উত্তাল হওয়ায় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়া কেটে গেলে পুনরায় লঞ্চ পারাপার স্বাভাবিক করা হবে।”
– ফরিদুল আলম, সহকারি পরিচালক
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ
বিআইডব্লিউটিএ
Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০