রবিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

দৌলতপুরে সরকারী গাছ কাটার মহোৎসব!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে সরকারী গাছ কাটার মহোৎসব!

দৌলতপুর উপজেলার কামালপুর-পিয়ারপুর সড়কের কেটে নেয়া গছের একাংশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক ও ইউপি কার্যালয়ের সরকারী গাছ কেটে নিয়েছে জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা।

কোন অনুমতি বা ছাড়পত্র ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রভাবশালী ব্যাক্তিরা এসব গাছ কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর-পিয়ারপুর সড়কের ৪০ টি মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিজের বাড়ির আঙিনায় নিয়ে গেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান। এলাকাবাসী জানায়, ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় কয়েক দফায় ইউপি সদস্য আব্দুল হান্নান ঐ সড়কের ৪০ টি গাছ কেটে নিয়েছে। যার মুল্য প্রায় ৫ লক্ষ টাকা।

স্থানীয় আওয়ামীলীগ নেতা হাজি ফজলুল হক জানান, তিনিসহ এলাকার লোকজন গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, চেয়ারম্যান সাহেব অনুমতি নিয়ে এসেছেন। তবে, লিখিত কোন ধরণের অনুমতি পত্র তারা দেখাতে পারেননি।

ইউপি সদস্য আব্দুল হান্নানের নিকট জানতে চাইলে তিনি বলেন, গাছগুলো রাস্তার মধ্যে ঝুলে পড়েছিল বলে তিনি গাছগুলো কেটেছেন।

এ ব্যাপারে চেয়ারম্যান আবু ইউসুফ লালুর কাছে জানতে চাইলে তিনি গাছ কাটর সাথে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করে জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই।

অপরদিকে উপজেলার আড়িয়া ইউপির আড়িয়া-ওমরপুর সড়কের পাশে প্রায় ৫০ টি বিভিন্ন প্রজাতির গাছ বন বিভাগের কতিপয় কর্মচারীরর সহায়তায় কাবেজ উদ্দিন, আলেক উদ্দিন সহ এলাকার প্রভাবশালীরা কেটে নিয়েছে। এছাড়া উপজেলার দৌলতপুর দৌলতপুর ইউনিয়নের পরিষদের ভিতরের ৬ টি মুল্যবান গাছ কেটে নিয়েছেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম ও তার লোকজন কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটার ব্যাপারে তার কাছে কেউ আবেদন করেননি। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপ-পরিচালক ডিডিএলজি সাহেবের আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন।

 

 

 

আপনার মতামত দিন

Posted ৩:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com