শুক্রবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

করোনাভাইরাসে দেশে আরও ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২০০

করোনাভাইরাসে দেশে আরও ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২০০

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৭৪০ জনের মৃত্যু হয়েছে।

 

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন।

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৫৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৭২ হাজার ৭৮২ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৪৮ লাখ ৭ হাজার ৬৬৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন।

 

আপনার মতামত দিন

Posted ৮:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com