অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর ) প্রতিনিধি
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঢাকাগামী একটি কোচের ধাক্কায় নুর মোহাম্মদ (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর -গোবিন্দগঞ্জ মহাসরক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ উপজেলার মতিহারা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নুরজাম্মান ইসলামের বড় ছেলে। স্থানীয়রা জানান, নুর মোহাম্মদ গ্রাম থেকে মোটর সাইকেল যোগে মতিহারা বাজারে যাচ্ছিল। পথে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহা সড়কের মতিহারা বাজারে পৌঁছালে সামনের দিকে থেকে আসা একটি ঢাকাগামী কোচের সাথে ধাক্কা লাগে । এতে নুর মোহাম্মদ গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক নুর মোহাম্মদ কে মৃত ঘোষণা করে।
Posted ৭:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০