মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চরমাস্তল চরপাড়া বিলে নৌকা ডুবির ঘটনায় তিন ভাই বোনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এ ঘটনায় নিখোঁজ ২ শিশুর মরদেহ দীর্ঘ ১৮ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে নৌকা ডুবির এই ঘটনা ঘটে। এরপর বুধবার সকাল ৮ টার দিকে দুর্ঘটনাস্থলের কিছুটা দূর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর উদ্ধারকৃত নিহতরা হলেন হনুফা (৩৭) তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)। এরপর আজ সকালে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১) এর মরদেহ উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, দীর্ঘ সময় পর নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় সর্বমোট ৫ জনের মৃত্যু হলো। সবশেষ এ ঘটনাউ আর কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি।
Posted ৫:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০