বাবুল আহমেদ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ও সাপে কাটা বিষয়ক সচেতনতামূলক র্যালী, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২ আগস্ট) সকালে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শহরের খালপাড় এলাকা থেকে সচেনতামূলক একটি র্যালী বের করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সচেনতামূলক আলোচনা সভা করা হয়। এর আগে জেলা সদর হাসপাতালে লিফলেট বিতরণ ও মশা নিধনের জন্য ফগার মেশিন দিয়ে মশার ডিম ও উৎপত্তিস্থল ধ্বংস করা হয়।
এসময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, এবং সহকারী জেলা কমান্ড্যান্ট এসএম রায়হান হেলাল উপস্থিত ছিলেন।
Posted ৫:১১ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২০