শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ঘিওরে বনর্যাদুগতদের প্রধানমন্ত্রীরর উপহার তুলে দিলেন-এমপি দুর্জয়

চায়না আলম,স্টাফ রিপোর্টার:

ঘিওরে বনর্যাদুগতদের  প্রধানমন্ত্রীরর উপহার তুলে দিলেন-এমপি দুর্জয়

বন্যার পানিতে ভাসছে সারাদেশ। এতে চরম দুর্ভোগে পড়েছেন বন্যাদুর্গত এলাকার মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এদূযোর্গ মূহত্রে পাশে দাড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়। মানিকগঞ্জ ঘিওর ও শিবালয় উপজেলায় বানভাসি, নদীভাঙনের শিকার ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

বুধবার দিনব্যাপী  ঘিওর পয়লা ইউনিয়নে দুই হাজার পরিবার, ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার পরিবার,বড়টিয়া ইউপি কার্যালয়ের সামনে ১১০০ পরিবার, শিবালয় আলোকদিয়া চরে ৫০০টি পরিবার, মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ মাঠে ৩০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা  ভিজিএফ ও জিআর ১০ কেজি করে চাল বিতরন করেন ।

 

এছাড়া ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনসহ ঘিওর আলিয়া মাদ্রাসায় আশ্রয় প্রকল্পের অসহায় বানভাসী পরিবারের মধ্যে খাবার বিতরন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইকরামূল ইসলাম খবির, সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ন সম্পাদক আব্দুল মতীন মুসা, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল,পয়লা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ, বড়টিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন বাবর, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমূল হক স্বপন, যুবলীগের সভাপতি বাবুল বেপারী প্রমুখ।

 

এসময় প্রধান অতিথি নাঈমুর রহমান দুর্জয় বিএনপি জামাতকে উদ্যেশে করে বলেন, বিগত দিনে বিএনপি, জামায়াত তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকেও বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে এলাকা কোন খোজ খবর রাখেনি। বন্যাদুর্গত এলাকার খবর বিএনপির কাছে নেই। তারা ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে বলেন ত্রাণ দেওয়া হচ্ছেনা। তাদের আমলে সব ত্রাণ হাওয়া ভবনে চলে গেছে।

 

আপনার মতামত দিন

Posted ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com