শুক্রবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

সালথায় সাংবা‌দিক নেতা আছাদুজ্জামানকে সংবর্ধণা

এফ এম আজিজুর রহমান, সালথা ( ফরিদপুর) প্রতিনিধি:

সালথায় সাংবা‌দিক নেতা আছাদুজ্জামানকে সংবর্ধণা

দৈনিক ভোরের কাগজের জৈষ্ঠ প্রতিবেদক আছাদুজ্জামান ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় ফরিদপুরের সালথায় সংবর্ধণা দেওয়া হয়েছে। সালথা প্রেসক্লাব ও সালথা অনলাইন সাংবাদিক ফোরামের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধণা দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ও সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ভোরের কাগজের জৈষ্ঠ প্রতিবেদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর প্রচার প্রকাশনা সম্পাদক আছাদুজ্জামান, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) এফ.এম মহিউদ্দিন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক মনির মোল্যা।

সালথা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, অর্থ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক মজিবর রহমান, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, সালথা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আরটি হাসান, সাংগঠণিক সম্পাদক শরিফুল হাসান, প্রচার সম্পাদক আবুল বাসার, অর্থ সম্পাদক বিধান মন্ডল, কার্য নির্বাহী সদস্য আকাশ সাহা প্রমূখ।

এসময় সাংবাদিক নেতা আছাদুজ্জামান সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সে ব্যাপারে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের যে কোন সমস্যায় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

আপনার মতামত দিন

Posted ১২:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com