শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মো: খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী  কোয়েল (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির বর্তমান ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পাকশী মেরিনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জিআর নং- ৩৫৯/১৫, ধারা- ৩০২/৩৭৯/৩৪ নম্বর মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ৫ অক্টোবর সকালে পাকশী রেলওয়ে কলেজের পেছনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলামের মরদেহ পাওয়া যায়।

গত ৪ অক্টোবর সন্ধ্যা ৭টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং মোবাইলও বন্ধ পাওয়া যায়। রাতভর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পর দিন সকালে তার মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করা হয়। পরে তদন্তের পর কোয়েলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

ঈশ্বরদী থানার ওসি শেখ নাসিরউদ্দীন জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ মামলা এখনও আদালতে বিচারাধীন। ##

আপনার মতামত দিন

Posted ৭:৫১ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com