মানিকগঞ্জ প্রতিনিধি :
জেলার সাটুরিয়া উপজেলার তিল্লীতে বন্যার পানিতে ডুবে মারা গেছে মো. হানিফ (৮) নামের এক শিশু। অপরদিকে নৌকাডুবিতে সিরাজ (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
মৃত শিশু হানিফ মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের বাজেয়াপ্ত ভাটরা গ্রামের চাঁন মিয়ার ছেলে। নিখোঁজ ব্যবসায়ী সিরাজ (৩৫) সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের কাকরাইত গ্রামের বারেক মিয়ার ছেলে।
পাটুরিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে সাটুরিয়া উপজেলার পশ্চিম চরতিল্লী গ্রামে শাখা নদীর কালভার্টে শিশু হানিফ বন্যার পানিতে ডুবে যায়। আমার পাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রায় চার ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করতে সক্ষম হই।
অপরদিকে, সোমবার দুপুর ১টার দিকে সিরাজসহ চার ব্যবসায়ী ছাগল নিয়ে আকাশীর বিলে নৌকায় পার হওয়ার সময় তীব্র বাতাসে নৌকা উল্টে যায়। এতে তিনজন যাত্রী তীরে উঠতে পারলেও সিরাজ নদী থেকে উঠতে পারেনি। পরে ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেনি।
Posted ৯:২৯ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২০