শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

টেকনাফে ৭১ ভরি ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

টেকনাফে ৭১ ভরি ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

কক্সবাজার জেলার টেকনাফে ৭১ ভরি ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত রোহিঙ্গার নাম মো. শফিউল্লাহ (৪০)। সে উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. রশিদ অাহমদের ছেলে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস নামে একটি যাত্রীবাহি গাড়ি থামিয়্র তল্লাশি করেন। ওইসময় শফিউল্লাহ নামে একজনের পাঞ্জাবির পকেট থেকে ৫টি স্বর্ণের বার পেলে তাকে আটক করে বিজিবি। পরিমাপ করে শফিউল্লাহর কাছে ৭১ভরি ১ আনা ৫ রতি ৫ পয়েন্ট স্বর্ণ পাওয়া যায়। এর আনুমানিক বাজার মূল্য ৪৩ লাখ ২ হাজার ৭৪৭ টাকা।

 

অভিযানের সত্যতা নিশ্চিত করে ২বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) বলেন, আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে টেকনাফ থানায়।

## সূত্র বিজিবি পেজ।।

আপনার মতামত দিন

Posted ৭:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com