ছবি-সংগৃহীত
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইতালি সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় নিষেধাজ্ঞাভুক্ত ১৩টি দেশ হলো: আর্মেনিয়ে, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বোসনিয়া, হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ ম্যাসিডোনিয়া, মোলডোভা, ওমান, পানামা, পেরু, ডমিনিকান রিপাবলিক।
একটি বিবৃতিতে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, যারা এ সব দেশে গত ১৪ দিনের মধ্যে ভ্রমণ করেছেন তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
Posted ২:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২০