এফ এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিষপানে ময়না আক্তার (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। সোমবার (৬জুলাই) রাত ৭.৩০ টায় এ ঘটনা ঘটে। নিহত যুবতী উপজেলার বল্লভদী ইউনিয়নের খালিশা বল্লভদী গ্রামের ওহিদুজ্জামান শেখ এর মেয়ে। এলাকাবাসির বরাতে পুলিশ জানায়, ময়না গত সোমবার ৬ জুলাই রাত ৭.৩০টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে।
বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পার্শ্ববর্তী উপজেলা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে ফরিদপুর নেওয়ার পথে কোতয়ালী থানার বাখুন্ডা নামক জায়গায় গেলে মাইক্রোবাসের মধ্যেই তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার কারন জানা যায়নি।
সালথা থানার এস আই মো: মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্যু যুবতীর লাশের সুরোতহাল রির্পোট প্রস্তুত করিয়া। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০