সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

স্বামীর সংস্পর্শে এসে স্ত্রী ও করোনায় আক্রান্ত হয়েছে

 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

স্বামীর সংস্পর্শে এসে স্ত্রী ও করোনায় আক্রান্ত হয়েছে

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নারায়নগঞ্জফেরত রিকশাচালকের করোনা শনাক্তের পর তার সংস্পর্শে আশা স্ত্রীও আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় তাঁর করোনা শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।

তিনি জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জফেরত ওই রিকশাচালক বাড়িতে ফিরে আসেন। ওই দিন রাত থেকেই তাকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তার জ্বর ও কাশি থাকায় ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ২১ এপ্রিল ফলাফল আসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওই দিন দুপুরে বাড়ি থেকে তাকে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে নেয়ার সময় দেখভালের জন্য তাঁর স্ত্রীকে সাথে পাঠানো হয়। পরে ৩০ এপ্রিল তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালের (পিসিআর) ল্যাবে পাঠানো হয়।

এরপর সোমবার রাত ১০টায় জানা গেছে তাঁর স্ত্রীরও করোনা পজেটিভ এসেছে। ডা. শহীদুল্লাহ দেওয়ান আরো জানান, ওই রিকশাচালকের দ্বিতীয় বার ফলাফলেও পজেটিভ এসেছে। ধারণা করা হচ্ছে স্বামীর সংস্পর্শে এসেই স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

আপনার মতামত দিন

Posted ১২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com