শুক্রবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

ঋষিকে হারিয়ে তারকাদের যতো স্ট্যাটাস…..

ঋষিকে হারিয়ে তারকাদের যতো স্ট্যাটাস…..

পররপর জোড়া ধাক্কায় কেঁপে উঠল বলিউড। বুধবার প্রখ্যাত অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর আজ বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে যান ঋষি কাপুর। ৬৭ বছর বয়সী এই বলিউড তারকার মৃত্যুতে বলিউড পাড়ায় শোকের ছাঁয়া নেমে এসেছে। একের পর এক তারকার মৃত্যুতে ভেঙে পড়ল চলচ্চিত্র মহল। 

ঋষির মৃত্যুর খবর টুইটে সর্বপ্রথম জানান বলিউডের আরেক মহীরুহ অভিনেতা অমিতাভ বচ্চন। সহ অভিনেতার প্রয়াণে ভেঙে পড়েছেন তিনি। লিখেন,‘সে চলে গেল, ঋষি কাপুর… প্রয়াত হয়েছেন, আমি হতবাক। …’

শোক প্রকাশ করেছেন অভিনেতা রজনীকান্তও। তিনি লিখেন,‘অত্যান্ত হৃদয় বিদারক ঘটনা। শান্তিতে থেকে… আমার প্রিয় বন্ধু।’

অমিতাভের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করা আকবর লিখেন, ‘চোখের জলে আরও একবার ভাসল বলিউড। চলে গেলেন অমর আর এন্টনি।’

ভারতীয় চলচ্চিত্র পরিচালক ফারহান আখতার লিখেন, ‘খুবই বেদনার দিন। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তাকে হারানো অপূরণীয় ক্ষতি। তার ব্যক্তিত্ব সম্পর্কে সকলের জানা। ভালবাসি ঋষি আঙ্কেল।’

কাপুর পরিবারের এক বড় স্তম্ভ ঋষি কাপুর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার পরিবার জানায়, ‘আমাদের ঋষি কাপুর দু’বছর যুদ্ধ শেষে আজ সকাল পৌনে ৯টায় চির শান্তিতে ঘুমিয়ে গেছেন। চলমান বৈশ্বিক সংকটে তাকে হারানো আমাদের জন্য অনেক কঠিন।’

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক জানান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও। টুইট বার্তায় তিনি লেখেন, ‘ইরফান খানের পরেই ঋষি কাপুরের চলে যাওয়া বিরাট ক্ষতির মুখে দাঁড় করাল হিন্দি ছবির দুনিয়াকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋষির অনুরাগীরা তার প্রতিভায় বুঁদ হয়েছিলেন। ভারতীয় সিনে দুনিয়া এবং চলচ্চিত্রপ্রেমীরা তাকে স্মরণ করবেন আজীবন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোকাহত।’

একজন অভিনেতাকে নয়, স্কুলের সহপাঠীকে টুইটে স্মরণ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি জানান, ‘তার থেকে উঁচু ক্লাসে পড়তেন ঋষি। কিন্তু একই স্কুলের পড়ুয়া হওয়ায় সংখ্যতা ছিল। একাধিকবার তারা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে, নাটকে অংশ নিয়েছেন। প্রথম ছবি ‘ববি’ থেকেই কাপুর ঘরানার  ঐতিহ্য বহন করেছেন তিনি। আজ তিনি একজন ভালো বন্ধুকে হারালেন।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর শোকবার্তায় বলেন, ‘বর্ষীয়ান অভিনেতার আকস্মিক মৃত্যুতে তিনি শোকাহত। তিনি শুধুই একজন দুর্দান্ত অভিনেতা নন, একজন ভাল মানুষও ছিলেন। তার পরিবার, বন্ধু, পরিজন এবং অনুরাগীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।’

চলতি বছরের ফেব্রয়ারিতে দিল্লিতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেও অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি। তড়ঘড়ি সেই সময় তাকে ভর্তি করা হয়েছিল দিল্লির একটি হাসপাতালে। সেই সময় সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

মুম্বই ফিরে আসার পরে তিনি আবার ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন সেখানকার একটি হাসপাতালে। তবে বেশিদিন তাকে হাসপাতালে থাকতে হয়নি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ঋষি ২ এপ্রিলের পর থেকে টুইটারে নতুন কোনও পোস্ট করেননি। তবে তার একাধিক পোস্ট বিতর্ক ছড়িয়ে ভাইরাল হয়েছে বহুবার। সমাজ-রাজনীতি সমস্ত কিছুতেই নিজের খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত ছিলেন।

একটু সুস্থ হওয়ার পরেই ফের কাজের দুনিয়ায় দেখা গেছে ঋষি কাপুরকে। দেখা গেছে নানা অনুষ্ঠানেও। হলিউডি রিমেক ‘দ্য ইন্টার্ন’ এর শুট শুরুর কথা ছিল তার। এই ছবিতে তার বিপরীতে দেখা যেত দীপিকা পাড়ুকোনকে। তবে, তা অসম্পূর্ণই থেকে গেল। #

আপনার মতামত দিন

Posted ২:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com