সোমবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক পাবলিক বাংলা বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র
বিশ্বজুড়ে বাঙলার মুখপত্র

সান্তাহারে শতাধিক ছিন্নমূলের মুখে উন্নত খাবার তুলে দিলেন ডরিমন ক্যাফে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সান্তাহারে শতাধিক ছিন্নমূলের মুখে উন্নত খাবার তুলে দিলেন ডরিমন ক্যাফে

বগুড়ার আদমদীঘিতে জুম্মার দিনে শতাধিক ছিন্নমূল মানুষের মুখে উন্নত খাবার তুলে দিলেন সান্তাহারের ডরিমন ক্যাফে রেস্টুরেন্ট

করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়া বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের শতাধিক ছিন্নমূল মানুষের মুখে একবেলা উন্নত খাবার তুলে দিলেন ডরিমন ক্যাফে। শুক্রবার জুম্মার নামাজের পর স্টেশনের প্লাটফরমে সামাজীক দুরত্ব বজায় রেখে এসব খাবার দেয়া হয়।

জানাযায়, গত ২৪ মার্চ থেকে সারাদেশের ন্যায় সান্তাহারেও অঘোষিত লকডাউন শুরু হয় এরপর ১৬ এপ্রিল এক পুলিশ সদস্যের করোনা শনাক্তের পর পুরো উপজেলা লকডাউন ঘোষনা করা হয়। এতে জনশূণ্য হয়ে পড়ে স্টেশন এলাকা ও জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না।

ফলে ছিন্নমূল মানুষদের রুটিরুজির জোগান দেয়া সম্ভব হচ্ছিলো না। এসময় আজিজুল হক রাজা নামের এক ব্যক্তি তাদের তিন বেলা খাবার খাওয়ানোর উদ্যোগ নেন। শুক্রবার জুম্মার নামাজের পর এসব শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে উন্নত খাবার বিতরণ করেন সান্তাহারের ডরিমন ক্যাফে রেস্টুরেস্ট কর্তৃপক্ষ। করোনা দূর্যোগের মধ্যে উন্নত খাবার পেয়ে তারা অত্যান্ত আনন্দিত হয়।

এসময় খাবারদাতা আজিজুল হক রাজা বলেন, ডরিমন ক্যাফের মাধ্যমে এই করোনাকালীন সময়ে এসব ছিন্নমূল মানুষের মুখে একবেলা উন্নত খাবার তুলে দেয়া সম্ভব হলো। পবিত্র জুম্মার দিনে তারা খাবার পেয়ে অত্যান্ত আনন্দিত হয়েছে। তাছাড়া ডরিমন ক্যাফে কর্তৃপক্ষের মতো অনেকেই সহযোগীতা করছে বলেই প্রতিদিন তাদের মুখে তিন বেলা খাবার তুলে দেয়া সম্ভব হচ্ছে।

আপনার মতামত দিন

Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
ড. সৈয়দ রনো   উপদেষ্টা সম্পাদক   
শাহ্ বোরহান মেহেদী, সম্পাদক ও প্রকাশক
গোলাম রব্বানী   নির্বাহী সম্পাদক   
,
ঢাক অফিস :

২২, ইন্দারা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, তেজগাও, ঢাকা-১২১৫।

নরসিংদী অফিস : পাইকসা মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ফোনঃ +8801865610720

ই-মেইল: news@doinikpublicbangla.com